উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উখিয়া বিএনপির সম্পাদক

প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। সোলতান মাহমুদ চৌধুরী ইতোপূর্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থিতা হওয়ার জন্য গণসংযোগ ও নেতাকর্মীদের নিয়ে বৈঠকসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কোটবাজার নিজস্ব অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিসহ সমমান দল আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনিও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁডানোর কথা জানান। এ সময় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।