শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কাশিয়ানীতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ০৩ মে ২০২৪, ০০:০০
কাশিয়ানীতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

গোপালগঞ্জের কাশিয়ানীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের পক্ষে অভিযান পরিচালনা করেন এনডিসি আল ইয়াস রহমান তাপদার। বৃহস্পতিবার সকাল থেকে কাশিয়ানী উপজেলা সদর বাজারে দক্ষিণ পাশে শশ্মান ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বাড়ি-ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

এনডিসি আল ইয়াস রহমান তাপদার বলেন, 'জেলা প্রশাসক কাজী মাহবুবল আলমের নেতৃত্বে জেলার যেসব জায়গায় সরকারি সম্পত্তি অবৈধ দখলদাররা দখলে রেখে ভোগ করে আসছে, সেসব সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব দখলদারদের সঙ্গে যদি সরকারি কোনো লোক জড়িত থাকে জেলা প্রশাসন তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে