শ্রমিকদের ন্যায্য মজুরি সর্বদা নিশ্চিত করতে হবে -বাঁধন এমপি
প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনি
ধি
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খান মুহাম্মাদ সাইফুলস্নাহ আল মেহেদী বাঁধন বলেন, 'কর্মক্ষেত্রে বিভিন্ন সময় শ্রমিকরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে থাকেন। এ নির্যাতনের শিকার যেন না হয় ও শ্রমিকরা যেন তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের সর্বদা দৃষ্টি রাখতে হবে। সেই সঙ্গে প্রতিটি কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করতে হবে।'
বুধবার দুপচাঁচিয়ায় সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
গৃহনির্মাণ শ্রমিক কল্যাণ উপপরিষদ উপজেলা আহ্বায়ক দেওয়ান জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপপরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা আ'লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি এসএম কায়কোবাদ, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপস্নব। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন।