শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

তীব্র দাবদাহে শ্রমজীবীদের পাশে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৩ মে ২০২৪, ০০:০০
তীব্র দাবদাহে শ্রমজীবীদের পাশে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

তীব্র গরমে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ছাতা, ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে চুয়াডাঙ্গা থানা পুলিশ। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গায় বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় ঘরেও স্বস্তিতে থাকার সুযোগ মিলছে না। তাই তৃষ্ণার্ত পথচারীদের লেবুর শরবত পান করিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

এছাড়া স্যালাইন পানি, ক্যাপ ও ছোট ছাতা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পথচারী, শিক্ষার্থী, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করছেন।

পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান বলেন, 'কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূ-প্রকৃতিসহ কয়েকটি কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় গরমের সময় গরম আর শীতের সময় শীত বেশি। চুয়াডাঙ্গাতে এখন যে তাপপ্রবাহ অব্যাহত আছে সেটি এখনো ৫ থেকে ৬ দিন থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জেনেছি। তাই এ কার্যক্রম জেলা পুলিশের পক্ষ থেকে শুরু করলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে