নেত্রকোনা পৌরসভার উদ্যোগে জেলা শহরের সাতপাই পালপাড়া-হোসেনপুর সেতু নির্মাণ কাজের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
এ সময় প্যানেল মেয়র এসএম মহসীন আলম, প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী ছাইদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নজরুল ইসলাম খান বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে। নেত্রকোনা নগরবাসীর জীবনমানের উন্নয়নের লক্ষ্যে পৌরসভা বদ্ধপরিকর।
তিনি আর বলেন, 'পৌরবাসীর যাতায়াতের সুবিধার্থে জেলা শহরের জনগুরুত্বপূর্ণ আধুনিক সদর হাসপাতাল সড়ক আরসিসি ড্রেনসহ, তেরীবাজার মোড় হতে মডেল থানার মোড় হয়ে সাতপাই রেলক্রসিং পর্যন্ত অনুরূপ ড্রেনসহ আরসিসি সড়ক নির্মাণ কাজ দ্রম্নত গতিতে এগিয়ে চলেছে। শহরের গুরুত্বপূর্ণ পালপাড়া-হোসেনপুর সেতুসহ ৫-৬টি সেতু দ্রম্নত নির্মাণ করা হবে। নেত্রকোনা পৌরসভাকে স্মাট পৌরসভায় পরিণত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।'