বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

খুলনার্ যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা অফিস
  ০৩ মে ২০২৪, ০০:০০
খুলনার্ যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনার্ যাবের অভিযানে আলোচিত চাঞ্চল্যকর সোহাগ শেখকে নির্মমভাবে কুপিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. সায়েম শেখকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার জেলার রুপসা থানাধীন জাবুসা মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি সায়েমকে গ্রেপ্তার করা হয়।র্ যাব এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

র্

যাব জানায়, পূর্ব থেকেই হত্যা মামলার জেরে ভিকটিমের সঙ্গে দীর্ঘদিন ধরে আসামিদের বিরোধ চলে আসছিল। আসামিরা ভিকটিমকে বিভিন্ন সময় খুনের হুমকি দিয়ে আসছিল। গত ২২ এপ্রিল গভীর রাতে ভৈরমপুর গ্রামের এস্কান্দারের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন সোহাগ। পথে মাতুব্বর বাড়ির মসজিদের সামনে আসলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা পূর্বপরিকল্পনা মোতাবেক সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এবং ভিকটিমের মা ও বাবা ঘটনাস্থলে আসলে আসামিরা পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন।

ঘটনাটি জানতে পেরের্ যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। গত ১ মে গোপন সংবাদের ভিত্তিতে রুপসার জাবুসা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সায়েম শেখকে গ্রেপ্তার করে। সায়েম পিরোজপুরের ভৈরামপুর এলাকার মৃত আ. রশিদ শেখের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে ডিবি, পিরোজপুরের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে