পাবনার ঈশ্বরদীতে ভুয়া কানাডিয়ান হাইকমিশনারকে আটক করা হয়েছে। এ ছাড়াও মাদক কারবারিসহ চার জেলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে আইণশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে কানাডিয়ান হাইকমিশনার পরিচয়ে এসি ল্যান্ড অফিসে জমির দলিলের নাম পরিবর্তন করতে এসে আটক হয়েছেন কানাডা প্রবাসী এম আফজাল হোসেন-(৭০)। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক এম আফজাল হোসেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল কান্দিপাড়ার মৃত চাঁদ আলী মন্ডলের ছেলে।
ইউএনও সুবীর কুমার দাস জানান, 'আটক এম আফজাল হোসেন ভুয়া পরিচয়ে জমির দলিলের নাম পরিবর্তন করতে আসেন। বিষয়টি কানাডিয়ান হাইকমিশনার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে আটক করা হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিতে এসে আটক হয়েছেন হাসান মিয়া-(২২) নামের একজন ভুয়া সেনাসদস্য। মঙ্গলবার রাতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর পরিচয়পত্র, পোশাক ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। আটক হাসান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী গ্রামের গোলজার হোসেনের ছেলে।
ভূঞাপুর থানার ওসি আহসান উলস্ন্যাহ বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রংপুরর্ যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতের্ যাব বৃহস্পতিবার লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের আমজল গ্রামে অভিযান চালিয়ে ২০১ বোতল ফেনসিডিলসহ সুরুজ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত রেজাউল হকের ছেলে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট ও মোলস্নাহাটে পৃথক অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য পরিবহণকারী একটি ইজিবাইক জব্ধ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে ফকিরহাটের টাউন-ননওয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার দুইজন হলো কুমিলস্নার বরুড়া উপজেলার ইকবাল হোসেন-(৫৫) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাদ্দাম হোসেন-(২৪)। অন্যদিকে মোলস্নাহাটে গ্রেপ্তার হায়াত আলী চিতলমারীর বড়গুনি গ্রামের মৃত আবু সাইদ আলীর ছেলে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিউটি আক্তার-(২৫) নামের এক নারী মাদক পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার বিশনন্দী ফেরিঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিউটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের শামীম মিয়ার স্ত্রী।