আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস পালিত
প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
'মালিক শ্রমিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি' ও 'মালিক-শ্রমিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ'- এমন নানা স্স্নোগানে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে বুধবার সারাদেশে দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানিয়েছেন, টাঙ্গাইলে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রম্নপের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। বুধবার শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বাধীন জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। সমাবেশের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোটমনির এমপি'র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা সহ-সভাপতি খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি, ডা. কামরুল হাসান খান ও আনিসুর রহমান প্রমুখ।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) নেতৃত্বাধীন গ্রম্নপ টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ভিপি জোয়াহের। সমাবেশের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানিয়েছেন, নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুর অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা আ'লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে খানহাট গাছবাড়ীয়া পুরনো কলেজ গেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আরিফুর রশিদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল খালেক। এছাড়া বক্তব্য রাখেন তৌকির আহমেদ, নজরুল ইসলাম, মোজাফফর আহমদ, মোহাম্মদ সেলিম প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পনি লি. (বিসিএমসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে শোভাযাত্রা বের হয়। পরে সিবিএ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিবিএ সভাপতি কাশেম শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে ৩টি শ্রমিক সংগঠনের শোভাযাত্রায় রংপুর বিভাগীয় ট্যাংলরী ইউনিয়নের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, সহ-সভাপতি রামু রায় চুলাই এবং সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে শ্রমিকরা অংশগ্রহণ করেন।
এদিকে স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাদিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবুর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। সব শেষে দিনাজপুর জেলা ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শফিকুর রায়হান ও হোটেল শ্রমিকের সভাপতি জতিষ চন্দ্র রায়ের নেতৃত্বে শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, পত্নীতলায় ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি বুলবুল চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা থানার ওসি মোজাফফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বাবু হীরেন কুমার, জাতীয় মহিলা সংস্থা উপজেলা অফিসার আমিনুল হক। উপস্থিত ছিলেন পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র, সহ-সভাপতি রেজাউল ইসলাম কালু, অভিলাষ চন্দ্র, আনোয়ার হোসেন, নৌশাদ আলী, সাংবাদিক আ. মতিন, মিজানুর রহমান প্রমুখ।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে আলোচনা সভায় কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপকমিটি রাজারহাট উপজেলা সভাপতি নাজমুল হুদা নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু নুর মো. আক্তারুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান।
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, শিবালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি অছিয়ার রহমান সিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এস এম জাহিদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি রেজাউর রহমান জানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিলন কাজী, উথলী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুলতান আহম্মেদ শুকুর প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে শোভাযাত্রা শেষে পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ বিপুল, টুম্পা আক্তার, শ্রমিক নেতা আ. জলিল, মাসুদ মিয়া, আশরাফুল ইসলাম, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, মোহাম্মাদ আলী, সুমন মিয়া ও জামাল উদ্দিন।