গাজীপুরের শ্রীপুরে কলা গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধার তিন ছেলেসহ চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেদের হত্যা চেষ্টার ঘটনায় অপরাধীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাদের মা আলেয়া। এ হামলার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ সংবাদ সম্মেলন করেন পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের আব্দুল হকের স্ত্রী আলেয়া বেগম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে জমি ও নানা বিষয় নিয়ে শত্রম্নতা পোষণ করে আসছেন একই এলাকার ফরহাদ, রেজাউল, আফাজ উদ্দিন, বেগম ও রাবী। গত সোমবার আমাদের জমিতে থাকা কলা গাছ কাটতে থাকেন ফরহাদ। এ সময় ছেলেরা বাধা দিলে অজ্ঞাত ৩-৪ জনের সহায়তায় দেশীয় অস্ত্র নিয়ে আমার ছেলেদের ওপর হামলা করে। এতে মাথায় গুরুতর আঘাত পায় আমার ছোট ছেলে সাদ্দাম হোসেন। তাকে রক্ষায় এগিয়ে আসলে সেঝো ছেলে ওমর ফারুক মাথায় ও হাতে আঘাত পায়। এ সময় আমার বড় ছেলে সুমন মিয়াকে পিটিয়ে হাত ভেঙে দেয় অভিযুক্তরা। তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছে ওমর ফারুকের স্ত্রী লিপি আক্তারও। পরে স্বজনদের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসা নিচ্ছে।'
আলেয়া বেগম আরও বলেন, 'এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। এরপর থেকেই হামলাকারীরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।'
এ বিষয়ে বক্তব্য নিতে ফরহাদের মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে তার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।
এ ঘটনায় অভিযোগ দায়েরের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই রায়হান। তিনি বলেন, 'তদন্তের কাজ শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজুর পর অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলবে।'