ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
আগামী ২১ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিজ নিজ জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা সদর, পূর্বধলা ও বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯টায় রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান প্রতীক বরাদ্দ দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুমসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান অভ্র হেলিকপ্টার প্রতীক এবং পূর্বধলা উপজেলার বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের ৩ উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিসহ এই তিন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
সদর উপজেলার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন। হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ (আনারশ), শেখ ওয়াহিদুজ্জামান বাবু (মোটর সাইকেল) এবং ফজিলা বেগম (দোয়াত-কলম)। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা (উড়োজাহাজ), যুগ্ম সাধারণ সম্পাদক কওসার আলী ফকির (টিউবওয়েল), উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান (তালা) এবং সৈয়দ অলিদ ইমন (টিয়া পাখি)। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন দুইজন। তাদের মধ্যে তহুরা খানম (কলস) এবং আয়েশা সিদ্দিকা (ফুটবল) প্রতীকে নির্বাচন করছেন।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ১৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রুম্মন আহমেদ প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো কৈ মাছ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এম এ খালেক- আনারস, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম- কাপ পিরিচ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল- হেলিকপ্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লায়লা আরজমান বানু- দোয়াত কলম, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম জুয়েল- ঘোড়া, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন- মোটর সাইকেল ও আওয়ামী লীগ কর্মী মুকুল আহমেদ- শালিক পাখি প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিঠু- তালা, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন- টিউবওয়েল এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম- চশমা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিন- হাঁস, নাসিমা খাতুন- ফুটবল এবং জাকিয়া আক্তার আলপনা- কলস প্রতীক পেয়েছেন।
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদা উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়রম্যান পদে ৩ জন প্রার্থী প্রতীক পান। চেয়ারম্যান পদে ফারুক আলম টবি- ঘোড়া, মহিউদ্দীন- দোয়াত কলম, মো. রবিউল ইসলাম সাবুল- কাপ পিরিচ, হাবিব আল আমিন ফেরদৌস- আনারস, রাজিব কুমার বকসি- টেলিফোন, সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ- মোটর সাইকেল, ভাইস-চেয়ারম্যান পদে দেব নারায়ন- টিউবওয়েল, জিতেন্দ্র নাথ বর্মন- উড়োজাহান, মোখলেছার রহমান জিলস্নুর- টিয়া পাখি, মোরসালিন বিল মমতাজ চশমা, হেমন্ত কুমার সেন-তালা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিবুন্নাহার-প্রজাপতি, লাইলী বেগম- কলস, লক্ষ্ণী রানী বর্মন- হাঁস প্রতীক পেয়েছেন।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও একজন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল লতিফ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। চেয়ারম্যান পদে অবশিষ্ট ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেয়ারম্যানদের পদে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, নার্গিস বেগম পেয়েছেন দোয়াত কলম, তাহেরুল ইসলাম তোতা পেয়েছেন আনারস, ফিরোজ চৌধুরী পেয়েছেন হেলিকপ্টার এবং মোস্তাফিজুর রহমান বাবলু পেয়েছেন ঘোড়া প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে আরিফুর হক আরজু পেয়েছেন টিউবওয়েল প্রতীক, খোরশেদ আলম পেয়েছেন টিয়াপাখি, ওয়াজেদ আলী খান পেয়েছেন মাইক এবং মনিরুল ইসলাম বাবু পেয়েছেন তালা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলিফ নুর মিনি পেয়েছেন প্রজাপতি প্রতীক, হোসনে আরা বেবী পেয়েছেন কলসি, মঞ্জুয়ারা পেয়েছেন পদ্মফুল এবং সাদিয়া আফরিন পেয়েছেন ফুটবল প্রতীক।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, পোরশায় চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (নারী-পুরুষ) পদে ১৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে আনোয়ারুল ইসলাম (মোটর সাইকেল), কাজীবুল ইসলাম (আনারস), মোফাজ্জল হোসেন (ঘোড়া), শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী (কাপ পিরিচ) প্রতীক পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০ জন প্রার্থীর মধ্যে মহেন্দ্র পাহান (মাইক), রামলাল সরদার (টিয়াপাখি), মাহমুদুল হাসান খোকন (বই), তৈয়ব আলী (পালকী), খোরশেদ আলম (চশমা), মোহাম্মদ আলী (উড়োজাহাজ), মাইমুল ইসলাম শাহ্ (বাল্প), মোজাম্মেল হক (তালা), মাসুম বিলস্নাহ্ (টিউওবয়েল) এবং আবু মুছা (গ্যাস সিলিন্ডার) প্রতীক পেয়েছেন। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মমতাজ বেগম (হাঁস), নাসিমা বেগম (সেলাই মেশিন), অনামিকা সুইটি (ফুটবল), রেহেনা বেগম (ফ্যান), শরিফা বেগম (পদ্মফুল) ও নিলুফা ইয়াসমীন (কলস) প্রতীক পেয়েছেন।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর পুঠিয়ায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) কল্যান চৌধুরী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন হলেন জিএম হিরা বাচ্চু (মোটর সাইকেল) প্রতীক, আব্দুস সামাদ (আনারস) প্রতীক, আহসানুল হক মাসুদ (ঘোড়া) প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন- আব্দুল মতিন মুকুল (চশমা), ফজলে রাব্বি মুরাদ (টিউবওয়েল), জামাল উদ্দিন (তালা) প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন মৌসুমি রহমান (বৈদু্যতিক পাখা), পরিজান বেগম (ফুটবল), শাবনাজ আক্তার (হাঁস) প্রতীক।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম রাজস্থলী উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় রাজস্থলী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও সজীব কান্তি রুদ্র উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে দুইজনই আনারস প্রতীক চাওয়ায় লটারির মাধ্যমে উবাচ মারমা আনারস ও রিয়াজ উদ্দিন রানা দোয়াত কলম পেয়েছেন। বাকি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এককভাবে নির্বাচিত হয়েছেন হারাধন কর্মকার ও গৌতমি খিয়াং।