সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

প্রতিনিধি
ল্যাব উদ্বোধন ম রাজশাহী অফিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনার গ্রন্থাগার এবং কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের চতুর্থ তলায় এই গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় ছিলেন অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক সৈয়দ মো. আব্দুলস্নাহ আল মামুন চৌধুরী, অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, অধ্যাপক মো. ফয়জার রহমান। স্যালাইন বিতরণ ম ঝিনাইদহ প্রতিনিধি 'বৃক্ষরোপণ করি, সবুজ-সুন্দর আগামী গড়ি' এই স্স্নোগান নিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা শহরের উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিপস্নব হোসেন বৃক্ষরোপণ কর্মসূচি, খাবার পানি ও স্যালাইন বিতরণ করে। এ সময় ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিন তানভীর অঙ্কন, ছাত্রলীগ কর্মী বিনয় কুমার, সোহান হোসেন, জাহিদুল ইসলাম, রুবেল হোসেন, মিঠুন, শাহরিয়ার সাজ, হৃদয় রহমান ও সোহেলুর রহমান সজীবসহ জেলা উপজেলা ছাত্রলীগের নেতারা। মতবিনিময় সভা ম শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতি পালন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুলস্নাহ আল খায়রুম। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মাহমুদ ভুইয়া, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। মাসিক সভা ম বেলাব (নরসিংদী) প্রতিনিধি বেলাব উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হাসান, থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান (পিপিএম), সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (প.প) ডা. সৈয়দা তানজিনা আফরিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। সর্বজনীন পেনশন ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি প্রধানমন্ত্রীর প্রতিশ্রম্নত সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউলস্ন্যা, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম প্রমুখ। শরবত বিতরণ ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি বৈশাখের ভয়াবহ দাবদাহে পুড়ছে নড়াইলের লোহাগড়া। প্রচন্ড গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই দাবদাহে অতিষ্ঠ ও ক্লান্ত পথচারীদের পাশে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং শরবত নিয়ে দাঁড়িয়েছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা লোহাগড়া পৌর শহরের ফয়েজ মোড় এলাকায় দাবদাহে ক্লান্ত পথচারীদের মাধ্যে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং তৈরি শরবত বিতরণ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন অনিক, লোহাগড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা হৃদয় ও হাকিম গাজী। বাজেট ঘোষণা ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪নং নিয়ামতপুর (সদর) ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রাজু আহম্মেদ। এ সময় ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, সদস্য আব্দুল মান্নান, আতাউর রহমান, ছালেকুর রহমান বাদশা, ইশ্বর টপ্প্য, সংরক্ষিত মহিলা সদস্য পারুল আক্তার, সাংবাদিক, ইমাম, গ্রামপুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।