সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কর্মশালা অনুষ্ঠিত ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোলস্না। ক্যাম্পেইন অনুষ্ঠিত ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে বয়স্কদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য শিক্ষা বু্যরোর সহযোগিতায় পেস্ন ডক্টরের বাস্তবায়নে এ ক্যাম্পেইনের আয়োজন করে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। এতে ঝিনাইদহের বিভিন্ন এলাকার ১৫০ জন প্রবীণ ব্যক্তিরা অংশ নেন। ঝিনাইদহের সিভিল সার্জন ডাক্তার শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্সপারসন ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান। বীজ ও সার বিতরণ ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ এবং পাট (আঁশ) বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের সামনে নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে এ সময় অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হেসেন, ভাইস চেয়ারম্যান মো. গরিবুলস্নাহ দবির, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. ইয়াশিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। মতবিনিময় সভা ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার মান উন্নয়নে আত্রাই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার পবিত্র কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য, অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান এবাদ প্রামানিক ও জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান। আলোচনা সভা ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. বিলস্নাল হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী। মাসিক সভা ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খা কমিটির এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুলস্নাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ। শরবত বিতরণ ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে সৃষ্ট তীব্র তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন যখন ওষ্ঠাগত ঠিক সে মুহূর্তে সাপাহার মুক্ত স্কাউট দলের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী ও রিকশা, ভ্যান চালকদের মাধ্যে ঠান্ডা শরবত, বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের ব্যস্ততম জিরো পয়েন্ট এলাকায় বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্‌ চৌধুরী, সহ-সভাপতি আকবর আলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা পারভিন, বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মনোয়ারুল হক উপজেলা স্বাস্থ্য বিভাগের আর এম ও ডা. আলমগীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী। পরে পর্যায়ক্রমে স্কাউট দলের সদস্যরা ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। গামছা বিতরণ ম ফরিদপুর প্রতিনিধি তীব্র দাবদাহে তৃষ্ণার্তদের জেলা পুলিশ খাবার স্যালাইন-পানি ও গামছা বিতরণ করছেন। মঙ্গলবার দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের হাতে বিশুদ্ধ পানি তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদা হুসাইন, পুলিশের ফরিদপুর সদর সার্কেল সালাউদ্দিন, কোতোয়ালি থানার ওসি মো. হাসানুউজ্জামান প্রমুখ। সেমিনার অনুষ্ঠিত ম ঠাকুরগাঁও প্রতিনিধি 'একটাই লক্ষ্য হতে হবে দক্ষ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে 'স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, কারিগরি শিক্ষায় বাংলাদেশ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি এস এম সামসুজ্জামান দুলাল। মূল প্রবন্ধ পাঠ করেন চিফ ইনস্ট্রাক্টর (টেক) আরসি প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন। এ সময় বক্তারা বলেন, বর্তমান স্মার্ট বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। পথসভা ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি আসন্ন পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলামের পক্ষে নির্বাচনী কর্মিসভা, শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদর দেবোত্তর বাজারে চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পথসভায় তানভীরের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, রওশন আলী, সোহেল রানা, রেজাউল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ভোলাহাট উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসাররে কার্যালয়ে বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোলাহাট উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। মতবিনিমিয় সভায়- ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো, রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. গরিবুলস্নাহ দবির, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মো. ইয়াশিন আলী শাহ। স্মরণসভা ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর স্বর্ণশিল্পী কল্যাণ সমিতি ও জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু সুশীল বণিকের (৭৪) মৃতু্যতে সোমবার বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা স্মরণসভা করেছেন। এই স্মরণসভার সভাপতিত্ব করেন গৌরাঙ্গ মালাকার। এ সময় তার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ছিলেন সাধারণ সম্পাদক দেব দুলাল দাস, সহ-সাধারণ সম্পাদক নন্দ দুলাল সরকার, বাজিতপুর বাজার চেম্বার অব কর্মার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা ও বাজিতপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি মো. হারুন অর রশিদ। মেশিন বিতরণ ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তা হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হারভেস্টোর মেশিনটি কৃষক মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম হারভেস্টার মেশিনের চাবিটি হস্তান্তর করেন। এসময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম। ছাগল বিতরণ ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সালথায় ২০২৩-২০২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সালথা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল, খোঁয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। এ সময় ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, উপজেলা মৎস্য অফিসার শাহ শাহারিয়ার জামান সাবু, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাহিদুল ইসলাম। ধান কর্তন উৎসব ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে সমলয় চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। এ সময় ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ স্থানীয় কৃষান-কৃষানিরা। শ্রেষ্ঠ শিক্ষক ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক (কলেজ পর্যায়) মনোনীত হয়েছেন। ভেড়ামারা সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। \হ প্রশিক্ষণ অনুষ্ঠিত ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে কৃষি বিভাগের আয়োজনে 'আখের ফলন বৃদ্ধিতে গ্যাপ পূরণ ও সেচ প্রদানসহ বিভিন্ন আন্তঃপরিচর্যা বিষয়ক সোমবার ও মঙ্গলবার ইক্ষু উন্নয়ন সহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চিনিকলের প্রশিক্ষণ ভবনে চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুলস্নাহ। এ সময় বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (অর্থ) আলমগীর হোসেন, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহিন মিয়া, ব্যবস্থাপক (সম্প্রসারণ) প্রবীর মলিস্নক, ব্যবস্থাপক (সিপি) মো. ইমরুল হাসান। মাসিক সভা ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা'র সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। বাছুর বিতরণ ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ২০২৩-২০২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে নিবন্ধনধারী অসহায় ২০ জন প্রকৃত জেলেদের মধ্যে ছাগল, খোয়ার ঘর, খাদ্য সাথে ১৬ জনকে বকনা বাছুর বিতরণ করা হয়। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম। বাজেট ঘোষণা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশা উপজেলার ১নং নিতপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট ইউপি মিলনায়তনে বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হিসাব সহকারী রিপন রেজা, সদস্য হাবিবুর রহমান, সেলিম রেজা, নুরুল হুদাসহ ওয়ার্ড সদস্য, মহিলা সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মশালা অনুষ্ঠিত ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 'প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি'- সেস্নাগানে গাজীপুরের কালীগঞ্জে অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম ইমাম রাজী টুলু। আলোচনা সভা ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি নেস্‌লে বাংলাদেশ-এর আয়োজনে চিকিৎসক ও ক্লিনিক মালিকদের নিয়ে নিউট্রিশন অ্যাসোসিয়েটমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিবগঞ্জ নার্সিং হোম হল রুমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপেস্নক্স হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার বিপুল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেস্‌লে বাংলাদেশ প্রতিনিধি সাখাওয়াত হোসেন পাটওয়ারি, ডা. মহন লাল কানু, ডা. মাসুম, ক্লিনিক মালিক মোনাইল হোসেন, অমিত হোসেন, আতাউর হোসেন, ইসমাইল হোসেন।