শ্রীপুরে বর্তমান চেয়ারম্যানের প্রার্থিতা প্রত্যাহার!
প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, নির্বাচনের নিয়ম অনুযায়ী ২৭-২৯ এপ্রিলের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ ছিল। যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমানে দায়িত্বে থাকা উপজেলা চেয়ারম্যান।
এ বিষয়ে চেয়ারম্যান সামছুল আলম প্রধান বলেন, 'ব্যক্তিগত কারণে প্রার্থীতা প্রত্যাহার করেছি। নির্বাচন শান্তিপূর্ণ করতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করব।'
নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে গাজীপুরের শ্রীপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই হয়েছে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় ছিল ২৪-২৬ এপ্রিল। ২৭-২৯ এপ্রিলের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ ছিল। ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে চলবে ভোট গ্রহণ।