তিন জেলায় গৃহবধূসহ আরও ৩ অপমৃতু্য

মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃতু্য

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃতু্য হয়েছে। এ ছাড়াও, শেরপুরের নকলায় গরমে পুকুর পানিতে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃতু্য, সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার এবং ফরিদপুরের চরভদ্রাসনে গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানা তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে এক গাছ কাটা শ্রমিকের মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পিঁপড়াখালী গ্রামে। নিহত শ্রমিক পিপড়াখালী গ্রামের হাসেম আকনের ছোট ছেলে মামুন আকন (৩২)। নিহতের এক ভাই কিছুদিন আগে সেচ দিতে গিয়ে বিদু্যৎস্পষ্ট হয়ে মারা যান। জানা যায়, উপজেলা পিঁপড়াখালী গ্রামের নিজ বাড়ি সংলগ্ন একটি গাছের ডাল কাটতে যান মামুন। এ সময় অসাবধানতাবসত গাছ থেকে পড়ে যান। তাকে স্থানীয়া উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে সহিতন নেছা (৭৫) নামের এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। গত সোমবার রাতে উপজেলার উরফা ইউনিয়নের উরফা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আব্দুল জব্বারের স্ত্রী। জানা যায়, সহিতন নেছা সংসারের কাজ শেষে সন্ধ্যার পর বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। পরে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে। পরে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায়। কাছাকাছি গিয়ে দেখে সহিতন নেছার মরদেহ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত ডুবে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন উরফা ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো। দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের দুই দিন পর চেলা নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর রহিমেরপাড়া-নাছিমপুর বাজার খেয়াঘাট এলাকা থেকে মৃত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাইনউদ্দিন আহমদ (৫৫) নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে বাড়ি থেকে বের হন মাইনউদ্দিন। রাতে না আসায় ও মোবাইলে ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে নদীর নাছিমপুর বাজার-রহিমেরপাড়া খেয়াঘাট এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে। চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে গলায় শাড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন লিমা আক্তার (২২) নামের এক গৃহবধূ। মঙ্গলবার সকালে সদর ইউনিয়য়ের বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। গৃহবধূ ওই গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসী রাশেদ মোল্যার (৩৪) স্ত্রী। রাসেদ বলেন, সকালে তার মেয়েকে নিয়ে স্কুলে যান। বাড়ি ফিরে দেখেন লিমা ঘরে নেই, তবে দোচালা ঘরের দরজা বন্ধ। বেড়ার ফাঁকা দিয়ে দেখতে পান লিমা গলা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারনে এমন হলো, বলতে পারছেন না বলে জানান রাসেদ। চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব বলেন, লিমার মৃতু্যর বিষয়ে তার চাচা বাদী হয়ে একটি অপমৃতু্যর মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।