ধুনটে প্রতিপক্ষের আগুনে কৃষকের ২ বিঘা জমির ভুট্টা পুড়ে ছাই
প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে পূর্ব শত্রম্নতার জের ধরে প্রতিপক্ষের লাগানো আগুনে এক কৃষকের ২ বিঘা জমির ভুট্টা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের ফসলি মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জিঞ্জিরতলা গ্রামের সুমার আলীর ছেলে শফিকুল ইসলাম একই গ্রামের জহুরুল শেখের ছেলে ইউনুস ও জগোর কাছ থেকে ২ বিঘা জমি বন্ধক নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে শফিকুল ইসলাম ওই জমিতে ভুট্টা চাষ করেন। এ বিষয়ে কৃষক শফিকুল ইসলাম বলেন, আমার জমির পাশেই খালেক শেখের জমি রয়েছে। তিনি দুইদিন আগে তার জমির ভুট্টা তুলে গাছগুলো তার জমির ভেতরে ফেলে রাখেন। বৃহস্পতিবার খালেক শেখ তার জমিতে ফেলে রাখা পরিত্যক্ত ভুট্টার গাছে আগুন ধরিয়ে দেয় এবং পূর্ব শত্রম্নতার জের ধরে সেই আগুন আমার জমিতে ফেলে দেয়। এতে মুহূর্তেই আমার দুই বিঘা ভুট্টা ক্ষেত পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে খালেক শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।