মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুলের প্রার্থিতা বাতিল

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মাত্র দুই প্রার্থীর মধ্যে তাজুল ইসলাম তাজের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায়, তাজের বিরুদ্ধে ৫ বছরের সাজা রয়েছে। এই কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। গত রোববার বিকালে জেলা আওয়ামী লীগের এক গ্রম্নপের মনোনিত প্রার্থী তাজুল ইসলাম তাজের আনিত অভিযোগের দায়ের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানি শেষে তার মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর উর্মি বিনতে সালাম। সোমবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম চৌধুরী জানান, 'তাজের বিরুদ্ধে ৫ বছরের সাজা রয়েছে, তাই তার প্রার্থিতা বাতিল করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তবে তার উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে। তাজুল ইসলাম তাজ বলেন, 'আমার সবকিছু আপডেট করা। বিভিন্ন বিনিময়ে অবৈধভাবে এটা করা হইছে। কারা করছেন নাম বলছি না। আমি উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ইনশাআলস্নাহ ফিরে পাব।'