স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজশাহীতে সেমিনার
প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০
রাজশাহী অফিস
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মলিস্নকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপস্নব বিজয় তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী পলিটেকনিকের চিফ ইনস্ট্রাক্টর মিরাজুল ইসলাম।
কারিগরি শিক্ষার গুরুত্ব, শিক্ষার মান উন্নয়ন, সন্তানকে কারিগরি শিক্ষা প্রদান করে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বিপস্নব বিজয় তালুকদার বলেন, জেনারেল বিষয়ে লেখাপড়া করে শুধু বিসিএস নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা। তবে বিসিএসে সবাই তো সুযোগ পাচ্ছে না। তাদের অনেককে বেকার বসে থাকতে হচ্ছে। কিন্তু তাদের যদি টেকনোলজি জ্ঞান থাকত, তাহলে তাদের বসে থাকতে হতো না। ফলে কারিগরি শিক্ষার বিকল্প কিছু নেই। শুধু অনার্স-মাস্টার্স করতে হবে, এটা থেকে সরে আসতে হবে। আরও বক্তব্য রাখেন, রুয়েটের শিক্ষক প্রফেসর ডা. এসএম আব্দুর রাজ্জাক ও রাজশাহী পলিটেকনিকের একাডেমিক ইনচার্জ রশীদুল আমিন।