শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পাটকেলঘাটায় অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ছাই

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  ০১ মে ২০২৪, ০০:০০
পাটকেলঘাটায় অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ছাই

সাতক্ষীরার পাটকেলঘাটায় অগ্নিকান্ডে কাঠের ডিজাইন মেশিন কারখানাসহ ৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বাঁধন কমপেস্নক্সের পাশে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনসপেক্টর নূরুল ইসলাম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে রাত ১টা ৪০ মিনিটে দ্রম্নত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মোট ৩টি দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পার। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ী আলমগীরের কারখানা ও ফার্নিচার দোকান, আবুল হোসেনের ফার্নিচার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায় ও জাকির হোসেনের দোকান আংশিক ক্ষতি হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপস্নব কুমার নাথ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে