বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

পলাশবাড়ীতে তরমুজ উৎসবে মেতেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  ০১ মে ২০২৪, ০০:০০
পলাশবাড়ীতে তরমুজ উৎসবে মেতেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

তীব্র দাবদাহে শিক্ষার্থীদের প্রশান্তি দিতে তরজুম উৎসবের আয়োজন করেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে ব্যতিক্রমধর্মী এ উৎসবের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আতোয়ার রহমান জানান, 'প্রত্যাশিত বৃষ্টি না থাকায় টানা দাবদাহ চলছে। এতে শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে। তাদের তৃষ্ণা নিবারণের জন্য সব সময় ঠান্ডা পানির ব্যবস্থা রাখা হয়েছে। তাদের জন্য গ্রীষ্মকালীন ফল তরমুজ উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাসিত, যা আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।'

এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসান, প্রধান শিক্ষক আতেয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক মুসলিমা আক্তার, সহকারী শিক্ষক জাফিরুল ইসলাম, মামুনর রশিদ, হারুন অর রশিদ, রাখাল চন্দ্র, মোস্তাফিজার রহমান, মতিয়ার রহমান, শাহিদা খাতুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে