শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

গাংনীতে দাবদাহের উত্তাপ কাঁচাবাজারে

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ০১ মে ২০২৪, ০০:০০
গাংনীতে দাবদাহের উত্তাপ কাঁচাবাজারে

তীব্র তাপপ্রবাহের কবলে অস্বস্তিতে ভুগছেন মেহেরপুরের গাংনীর মানুষ। ক্ষেত-খামারে তাপপ্রবাহের উত্তাপের পাশাপাশি এর প্রভাব পড়েছে কাঁচাবাজারে। বর্তমানে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। গেল এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি আলুতে ১০ টাকা এবং পেঁয়াজে বৃদ্ধি পেয়েছে ৮ টাকা করে। এছাড়া সব ধরনের সবজির দর বৃদ্ধি পেয়েছে কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত।

সোমবার ও মঙ্গলবার মেহেরপুর গাংনী কাঁচাবাজার ও বামন্দী বাজারে পাওয়া গেছে ভিন্ন চিত্র। পাইকারি বাজারে পেঁয়াজ ৬০ টাকা, আলু ৪৫ টাকা এবং বেগুন ৬০ টাকা, উচ্ছে ৫০ টাকা, পটোল ৪৫ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা ও আলুর দর ছিল ৩৮ টাকা। এদিকে পাইকারি বাজার থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতি কেজিতে বৃদ্ধি পাচ্ছে আরও ২৫-৩৫ টাকা পর্যন্ত, যা ভোক্তাদের দাবদাহের অস্বস্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

গাংনী কাঁচাবাজারের সততা ভান্ডারের স্বত্বাধিকারী সাহাদুল ইসলাম জানান, এখনো আলু ও পেঁয়াজ সংরক্ষণ পর্যায়ে রয়েছে। ক্ষেত থেকে পরিপক্ব আলু-পেঁয়াজ তোলার পর সেগুলো সংরক্ষণ হয়ে থাকে। আর কিছুদিন পরেই এসব পেঁয়াজ ও আলু বাজারে বিক্রি শুরু হবে। তখন বাজার স্থিতিশীল হওয়ার আশা করছেন তিনি।

বামন্দী বাজারের সবজি ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, পাইকারি হিসাবে যে সবজি কেনা হয় তার সঙ্গে পরিবহণ খরচ ও নিজের মুনাফা যোগ করেই খুচরা বিক্রি করতে হয়। তাছাড়া আড়তেও দাম বেশি। মাঠে কৃষক পর্যায়ে সবজি খুবই কম। সেখান থেকেই বেশি দামে আড়তে সবজি আসছে। ফলে দাম ঊর্ধ্বমুখী।

ভোক্তারা বলছেন, তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। কোথাও নেই স্বস্তি। এর মধ্যে আলু-পেঁয়াজের দর বৃদ্ধি তাদের বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের এ সময়টাতে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। তবে এবার সেই চিত্রের ভিন্নতা হওয়ায় স্বাভাবিকভাবেই দর বৃদ্ধি পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে