কারিগরি শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপস্নবের চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয়

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে 'কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপস্নবের চ্যালেঞ্জ মোকাবিলা ও ভিষন ২০৪১ বাস্তবায়ন' বিষয়ক সেমিনারে অতিথিরা -যাযাদি
'চতুর্থ শিল্প বিপস্নবের চ্যালেঞ্জ মোকাবিলা ও ভিশন-২০৪১ বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি করতে হবে। এজন্য কারিগরি শিক্ষার ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার এ খাতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এ শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপস্নবের চ্যালেঞ্জ মোকাবিলা ও ভিশন-২০৪১ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা। ভোলার বোরহানউদ্দিনে 'কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপস্নবের চ্যালেঞ্জ মোকাবিলা ও ভিশন-২০৪১ বাস্তবায়ন' বিষয়ক সেমিনারে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গলবার ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর নাছির আহমেদ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদু্যৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার। আরও বক্তৃতা করেন ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদু্যৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমান ভূঁইয়া প্রমুখ।