মাদক কারবারিসহ দুই জেলায় গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলায় গ্রেপ্তার ১২

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের সংঘর্ষে নিহত কামাল মিয়ার হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছের্ যাব। এদিকে সিলেটে ১১ লাখ টাকার চিনিসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া সাতক্ষীরার পাটকেলঘাটায় চার কোটি টাকার মাদক এলএসডিসহ একজনকে আটক করেছে পুলিশ। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুরে জমি সংক্রান্ত বিরোধে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে কামাল মিয়া (৫৫) হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছের্ যাব। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার শাহজাদাপুর গ্রামের বলু মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০), একই এলাকার ছোলমান শিকদারের ছেলে কাসেম শিকদার (৪০), ছারু শিকদার (৩৫), নান্নু মিয়ার ছেলে অহিদ মিয়া (৪৫), ছুর রহমানের ছেলে শাহদত খাঁ-(৪০), মৃত মিয়া বালীর ছেলে খোকন মিয়া (৪০), শানু মিয়া (৩৮), সুজন মিয়া (৩২), মৃত ছুর রহমানের ছেলে সুজন মিয়া (৪০), মৃত জলফু মিয়ার ছেলে বিলস্নাল মিয়া- (৪০), মোজাম্মেল সরকারের ছেলে নছরু সরকার (৩৬) ও মৃত বলু মিয়ার ছেলে ছাদেক (৩৫)। নিহত কামাল মিয়া শাহজাদাপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে। মঙ্গলবার দুপুরের্ যাব-৯-এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়। সিলেট অফিস জানায়, সিলেটে ১১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার নগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে চিনি জব্দসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সাইদুল ইসলাম (২৪) ও শাকিল আহমদ (২২)। এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার পাটকেলঘাটায় এলএসডি মাদক এবং ২শ' গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম যুগিপুকুরিয়া এলাকার মৃত আনছার আলী মোড়লের ছেলে। পাটকেলঘাটা থানার ওসি বিপস্নব কুমার নাথ বলেন, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ কোটি ১৬ লাখ টাকা। এ ব্যাপারে থানায় একটি মাদক মামলা হয়েছে।