শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

লাখাইয়ে দ্রম্নত ধান কাটার পরামর্শ কৃষি অফিসের

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
লাখাইয়ে দ্রম্নত ধান কাটার পরামর্শ কৃষি অফিসের

হবিগঞ্জের লাখাইয়ে দ্রম্নত ধান কাটার জন্য পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী ৩ মে থেকে দেশের উত্তর-পূর্ব হাওড় অঞ্চলে যেসব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে হবিগঞ্জ জেলাও থাকায় উপজেলা কৃষি অফিস হাওড়ের বোরো ধান ৮০/ পরিপক্ব হয়ে গেলে দ্রম্নত সংগ্রহ করা জন্য কৃষকদের জানান দিচ্ছেন সেই সঙ্গে কৃষি সম্পর্কিত বেশকিছু পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা উপজেলা প্রশাসনের সামাজিক যোগযোগ মাধ্যমে সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ কৃষি আবাহাওয়া সংক্রান্ত পরামর্শ বার্তা তুলে ধরেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহদুল হাসান মিজান এক সপ্তাহ আগ থেকেই এসএএওদের মাধ্যেমে উপজেলার কৃষকদের সতর্ক করে আসছি উলেস্নখ করে জানান, হাওড়ে ধান ৭০ ভাগ কর্তন শেষ, গভীর হাওড়ে ধান ৮৫ ভাগ শেষে হয়েছে, আগামী ২ দিনের মধ্যে কর্তন শেষ হতে পারে। নন হাওড়ে ধান ৮০ ভাগ পাকলেই কাটার পরামর্শ দেওয়া হচ্ছে, প্রয়োজনে মাইকিং করানোর বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে