নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপ- নির্বাচনে প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলুর ছেলে নাসিব সাদিক নোভা (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ১২ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী (রেল ইঞ্জিন) প্রতীক নিয়ে ৮ হাজার ৭৬৭ ও জামায়াত সমর্থিত প্রার্থী প্রভাষক ছাদের হোসেন (মোবাইল ফোন) প্রতীক নিয়ে ৩ হাজার ৩৫৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পযর্ন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ১৮টি ভোট কেন্দ্রে ১১৭টি বুথে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নাসিব সাদিক নোভা ১২ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।