শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
দুই জেলায় আরও ২ মৃতু্য

গণপিটুনিতে গফরগাঁওয়ে ডাকাত নিহত গাজীপুরে খেলতে গিয়ে ২ শিশুর মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
গণপিটুনিতে গফরগাঁওয়ে ডাকাত নিহত গাজীপুরে খেলতে গিয়ে ২ শিশুর মৃতু্য

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই শিশুর মৃতু্য হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, ময়মনসিংহের গফরগাঁওয়ে গণপিটুনিতে ডাকাত নিহত হয়েছে। এ ছাড়া পাবনায় বিদু্যৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষক ও জামালপুরের ইসলামপুরে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে কৃষকের মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের সালনার টেকিবাড়ী এলাকায় মাঠে খেলতে গিয়ে চার বছর বয়সি দুই শিশুর মৃতু্য হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃতু্য হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। রাতে তাদের মরদেহ পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়েছে।

গত রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সালনার টেকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মোছা. জান্নাতুল (৪) ওই ওয়ার্ডের সালনার টেকিবাড়ী গ্রামের মো. শাহজাহানের মেয়ে ও মাহিম (৪) গাইবান্ধার ফুলছড়ি থানার হরিচন্ডী গ্রামের শাহ্‌ আলমের ছেলে। নিহত শিশু মাহিমের মামা মাসুদ রানা জানান, সকালে ভাড়া বাড়ির পাশে খেলছিল শিশু মাহিম ও জান্নাতুল। এ সময় তারা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশু জান্নাতুলের বাবা শাহজাহান জানান, বাড়ির পাশে খেলতে যায় জান্নাতুল। পরে হঠাৎ জান্নাতুল দৌড়ে এসে জানায় কুকুর তাদের দৌড়িয়ে দিয়েছে। এই বলে হাঁপিয়ে ওঠে সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই জান্নাতুল জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাসনীন জাহান জানান, 'প্রাথমিকভাবে ধারণা করছি, খাদ্যে বিষক্রিয়ায় মাহিম ও জান্নাতুলের মৃতু্য হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃতু্যর প্রকৃত কারণ জানা যাবে।'

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউর করিম জানান, দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসক প্রাথমিকভাবে বিষক্রিয়ার কথা জানিয়েছেন। ওরা কিছু খেয়েছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে গণপিটুনিতে নবীন ডাকাত নিহত হয়েছে। গত রোববার গভীররাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া এ ঘটনা ঘটে। নিহত ডাকাত উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের হেলাল মিয়ার ছেলে।

নিগুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা বলেন, উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিগত কয়েক মাসে ৪০ থেকে ৫০টি বৈদু্যতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। তাই গ্রামের লোকজন রাতভর পাহারা দেন। রোববার গভীররাতে বৈদু্যতিক ট্রান্সফরমার চুরি করতে এসে নবীন ডাকাত জনতার হাতে গণপিটুনি খেয়ে ঘটনাস্থলেই মারা যান।

গফরগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা প্রতিনিধি জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসলে নেমে বিদু্যৎস্পৃষ্ট হয়ে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুস শাকুর (৫৩) মারা গেছেন। গত রোববার দুপুরে টার্মিনাল এলাকার মহেন্দ্রপুরের একটি পুকুরে গোসলে নেমে তার মৃতু্য হয়। তিনি পাবনা সদরের দোগাছী ইউনিয়নের মহেন্দরপুরের ইসলাম পাটোয়ারীর ছেলে।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, পুকুরের পানিতে বিদু্যতের ক্যাবল কিভাবে ছিঁড়েছিল তদন্ত করে দেখা হবে।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর উপজেলায় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদু্যৎস্পৃষ্টে রাজু আহমেদ (৩১) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। সোমবার সকালে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ইজ্জত শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুলস্নাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় কৃষক রাজু আহমেদ বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ দিতে যান। এ সময় বৈদু্যতিক পাম্প চালু করতে সুইচ দিতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে