ভোলার বোরহানউদ্দিনে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ পরিবেশে 'স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' স্স্নোগানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে।
রোববার একটি বর্ণাঢ্যর্ যালি পলিটেকনিক ক্যাম্পাস থেকে শুরু হয়ে বোরহানউদ্দিন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্
যালি শেষে পলিটেনিক মিলনায়তনে অভিভাবক সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মীর মঞ্জুর মোর্শেদ। ওইসময় বক্তৃতা করেন আরএসি টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর মুজিব আলম মিঠু, কম্পিউটার টেকনোলোজির চিফ ইন্সট্রাক্টর মো. মেহেদী হাসান, ননটেকের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মনিরুজ্জজামান, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাকটর শফিকুল ইসলাম রায়হান, অভিভাবক মো. জাকির হোসেন, মনিরুল ইসলাম।
এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। আগামী ২ মে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহ শেষ হবে।