বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

মুন্সীগঞ্জে আপিলেও মনোনয়ন বাতিল ৮ মামলার আসামি আরিফুলের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
মুন্সীগঞ্জে আপিলেও মনোনয়ন বাতিল ৮ মামলার আসামি আরিফুলের

আপিলেও প্রার্থিতা ফিরে পাননি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম হাওলাদার। তবে একই পদে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন অপর এক চেয়ারম্যান প্রার্থী রাহাত খান রুবেল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুন-সন্ত্রাস-চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে আরিফুল ইসলাম হালদারের বিরুদ্ধে। এই সব মামলাগুলোর তথ্য গোপন করে আরিফুল ইসলাম হালদার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্য গোপন করায় তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। পরে সে আপিল করলে আপিলেও শুনানি শেষে তার প্রার্থীরা অবৈধ ঘোষণা করে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম বলেন, 'টঙ্গীবাড়ীতে মোট ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ওই প্রার্থীরা আপিল করার পরে ৩ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। আরিফুল ইসলাম হালদারের অনেকগুলো মামলার বিষয়ে তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র আপিলেও অবৈধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে