বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

এমপিতে হেরে ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন মান্নান মুসলিস্ন

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
এমপিতে হেরে ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন মান্নান মুসলিস্ন

এমপিতে হেরে রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আব্দুল মান্নান মুসলিস্ন। গত মঙ্গলবার যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের বাসিন্দা। জাকের পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল মান্নান মুসলিস্ন পেশায় একজন ব্যবসায়ী।

জানা গেছে, আব্দুল মান্নান মুসলিস্ন ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বিগত ২০২১ সালের ইউপি নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামানের কাছে হেরে যান। তারপর থেকে তিনি নিজেকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেন। রাজবাড়ী-১ আসন এলাকার বিভিন্ন স্থানে তার ব্যানার, ফেস্টুন দেখা গিয়েছিল। বিগত সংসদ নির্বাচনে যথারীতি তিনি মনোনয়ন জমা দেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করে দেন। নির্বাচন কমিশনে আপীল করে ফেরত না পেয়ে যান উচ্চ আদালতে। সেখান তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ঢেকি প্রতীক নিয়ে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পেয়েছিলেন ২ হাজার ৫৫২ ভোট। এবার সদর উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

জানতে চাইলে আব্দুল মান্নান মুসলিস্ন বলেন, ১৯৮৭ সাল থেকে তিনি মানুষের পাশে আছেন। তিনি মানুষের পাশে থাকতে চান। মানুষের পাশে দাঁড়াতে গেলে একটা পদ দরকার। এ কারণে তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এমপি নির্বাচনে হেরে গেলেও উপজেলা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

আগামী ২১ মে তারিখে দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে