রাজশাহীর চারঘাট উপজেলায় কালো পীরের ঐতিহাসিক বৈশাখী মেলায় টাকার ভাগ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এই ঘটনার জের ধরে শনিবার বিকালে মেরামতপুর কাউসারের কাঠমিল সংলগ্ন রাস্তায় শান্ত গ্রম্নপের কর্মী বাবুপাড়ার কাবিলের ছেলে বিজয় (২৮) ছুরির আঘাতে আহত হন।
এলাকাবাসী ও স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার চারঘাট পৌরসভার পদ্মা বড়াল নদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কালো পীরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এই মেলায় বড়াল নদীর তীরে জুয়ার আসর বসে। এতে শান্ত গ্রম্নপ ও মামুন গ্রম্নপ জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্ব হলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই সময় কালু নামে এক ব্যক্তি আহত হন।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি তবে অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।