হাতীবান্ধায় মহিলা দলের সভানেত্রী বহিষ্কার

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মহিলা দল সভানেত্রী ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাকতুফা ওয়াসিম বেলীকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন। বহিষ্কৃত মাকতুফা ওয়াসিম বেলী হাতীবান্ধা উপজেলা মহিলা দলের সভানেত্রী। তিনি আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। জানা গেছে, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত মেনে জামায়াত-বিএনপির সব প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেও মাকতুফা ওয়াসিম বেলী নির্বাচনে অংশ গ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপি তাকে বহিষ্কার করেছেন। এ বিষয়ে মাকতুফা ওয়াসিম বেলী বলেন, 'দলের বাইরে নির্বাচন করেছি, তাই দল আমাকে বহিষ্কার করেছে। এ বিষয়ে আমার আর কিছু বলার নাই।' উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন বলেন, দলের সিদ্ধানেতর বাইরে নির্বাচনে অংশ নেয়ায় দল তাকে বহিষ্কার করেছে।