শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দুর্গাপুরে কুমুদিনী হাজংয়ের স্মরণসভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
দুর্গাপুরে কুমুদিনী হাজংয়ের স্মরণসভা

নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক টংক আন্দোলনের প্রত্যক্ষদর্শী ও মহীয়সী নারীনেত্রী কমরেড কুমুদিনী হাজংয়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে ও সহসম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ।

আরও আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আ. খালেক, সিপিবি কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, নেত্রকোনা আদিবাসী ইউনিয়নের সভাপতি নিরন্তর বনোয়ারী, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, রাশিমনি কল্যাণ পরিষদের চেয়ারম্যান মতিলাল হাজং, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির সদস্য শফিউল আলম স্বপন, এ কে এম ইয়াহিয়া, জনপদ চৌধুরী, কুমুদিনী হাজংয়ের ছোট মেয়ে অঞ্জলি হাজং প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে