রাজধানীতে বাসের নিচে বাইক পুড়ল দুই যানই

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর বিমানবন্দর সড়কের আর্মি স্টেডিয়ামের কাছে একটি মোটর সাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুনে দুটি যানই পুড়ে গেছে। শনিবার বিকাল ৪টার পর এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (গুলশান) আবু সায়েম। তিনি বলেন, 'এক মোটর সাইকেলচালক ইউটার্ন নেওয়ার সময় বিমানবন্দর দিক থেকে মহাখালীর দিকে আসা জে কে পরিবহণের নিচে পড়ে যায়। এসময় মোটর সাইকেলে আগুন ধরে যায় এবং তা বাসে ছড়িয়ে পড়ে।' বাইক চালককে দ্রম্নত বাসের নিচ থেকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আবু সায়েম। তবে তিনি বাইক চালকের পরিচয় জানাতে পারেননি। বাসটির বেশ ক্ষতি হওয়ার পাশাপাশি বাইকটি পুরোপুরি পুড়ে গেছে জানিয়ে সহকারী কমিশনার আবু সায়েম বলেন, 'মোটর সাইকেলচালক ছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।' ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সংস্থাটির দুটি ইউনিট গিয়ে সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাস ও বাইকটি পুড়ে গেছে।