বাজিতপুর ও নিকলীতে কৃষিজমির মাটি উত্তোলন

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

বাজিতপুর ও নিকলী প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর হাওড়ে ও নিকলী উপজেলার বিভিন্ন কৃষিজমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন করছে মাটিখেকোরা। জানা যায়, বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনের পরিবর্তে রাতের বেলায় কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই ভেকু ও ট্রাকের শব্দে এলাকাবাসীর ঘুম হারাম হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক মাস ধরে রাতের বেলায় ভেকুখেকোরা ট্রাক দিয়ে মাটি উঠানোর ফলে ট্রাকের শব্দে রাতের বেলায় এলাকাবাসীর ঘুম হারাম হয়ে গেছে। এদিকে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের জারইতলা হাওড় ও বিভিন্ন ইউনিয়নের কৃষিজমি থেকে দিনের বেলায় ভেকুখেকোরা ট্রাক দিয়ে মাটি নেওয়ার ফলে পাকা ধানের মধ্যে ধুলো আটকিয়ে থাকার কারণে জমি থেকে ধান আনতে পারছেন না কৃষকরা। প্রশাসনের কাছে কথা বললেও কোনো কাজে আসছে না বলে এলাকায় অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরদারিতে আনবে বলে কৃষকদের দাবি।