শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রামগঞ্জে সাব-রেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতি

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
রামগঞ্জে সাব-রেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতি

লক্ষ্ণীপুরের রামগঞ্জ সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা দুনীর্তি ও অনিয়মের অভিযোগে দলিল লেখকরা কর্মবিরতি পালন করছেন। বুধবার শুরু হওয়া এ কর্মবিরতি অব্যাহত থাকায় জমি রেজিস্ট্রি করতে আসা লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, দলিল রেজিস্ট্রির সময় নানা অজুহাতে দলিলপ্রতি অতিরিক্ত অর্থ আদায়, সেরাস্তার নামে সরকারি বিধি বহির্ভূতভাবে সাফ-কবলা দলিল, হেবা দলিল, বণ্টকনামা দলিল, অছিয়ত নামা দলিল, মটগেজ দলিল, দানপত্র দলিল, ভ্রম সংশোধন দলিলসহ সকল দলিল থেকে কেরানীর মাধ্যমে প্রতি লাখে ৬০০ টাকা হারে আদায় করছে। সরকার বণ্টকনাম দলিল, অছিয়ত নামা দলিল, মটগেজ দলিল, ভ্রম সংশোধন দলিলে সামান্য পরিমাণ ফি নির্ধারণ করলেও এ সব দলিল সাব-রেজিস্ট্রারের সঙ্গে কন্ট্রাক করে করতে হয়। এসব দলিলে তিনি খেয়াল খুশি মতো মোটা অংকের টাকা আদায় করেন। তিনি রামগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে যোগদানের পর থেকে দলিল লেখকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সাব রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, 'আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নেই। আমি ১৫ দিন ছুটিতে ছিলাম আজ যোগদানের পর জানতে পারলাম লেখকরা কর্মবিরতিতে আছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে