শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

গফরগাঁওয়ে রাজিব হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
গফরগাঁওয়ে রাজিব হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাজিব মিয়া (৩২) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার গফরগাঁও-হোসেনপুর সড়কের নলচিড়া পালের বাজারে এ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা রাজিব হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ জড়িতদের মামলায় এজাহারভুক্তকরণ এবং আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চর শাখচূড়া গ্রামের আমিন মিয়ার ছেলে রাজিব মিয়া প্রতিপক্ষের হামলায় আহত হন। গুরুতর আহত রাজিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল রাতে রাজিব মারা যান। এই ঘটনায় নিহতের বড় ভাই সোহেল বাদী হয়ে চারজনের নাম উলেস্নখসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে পাগলা থানায় মামলা করেন। পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাসার বলেন, হত্যাকান্ডে জড়িতদের দ্রম্নত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে