বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

চাঁদপুর সদর উপজেলা নির্বাচনের ওপর হাইকোর্টের রুল

চাঁদপুর প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা নির্বাচনের ওপর হাইকোর্টের রুল

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আগামী ২১ মে এ উপজেলায় আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। উচ্চ আদালতে এসংক্রান্ত একটি আদেশকে ঘিরে এই ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের ২য় ঘোষিত তফসিল অনুযায়ী চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রম নিয়মিতভাবে চলে আসছে। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা এবং বাছাই কার্যক্রম শেষ হয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মার্কা দেওয়ার ঠিক পূর্বমুহূর্তে চাঁদপুর সদর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা হাইকোর্টে একটি রিট করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। উচ্চ আদালতের বিষয়টি নিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্তি জেলা প্রশাসক বশির আহমেদ এবং জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, আদালতের রায়ের কপি আমরা পেয়েছি। বৃস্পতিবার সকালে সেটি নির্বাচন কমিশনে পাঠিয়েছি। কমিশনের পরবর্তী সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে