নীলফামারীতে জনসচেতনতায় 'হিটস্ট্রোক' বিষয়ক সেমিনার
প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী সরকারি মেডিকেল কলেজের আয়োজনে জনসচেতনতা মুলক 'হিট স্ট্রোক' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্বে করেন নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু রায়হান সুজা উদ দৌলা।
এতে হিটস্ট্রোক রোধে করণীয়, চিকিৎসা ও প্রস্তুতিবিষয়ক তথ্য উপস্থাপন করেন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম রেজাউল করিম।
এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু বিন হাজ্জাজ ও সহকারী পরিচালক আরিফুজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নীলফামারী ইউনিটের সাধারণ সম্পাদক ডা. দিলিপ কুমার রায় ও নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
সেমিনারে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু রায়হান সুজা উদ দৌলা জানান, তাপদাহে থেকে রক্ষা পেতে কাজ ছাড়া অযথা বাহিরে না যাওয়া, বেশি বেশি পানি পান করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।