বোরহানউদ্দিনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
'মেধা ও মননে সুন্দর আগামী'- এ স্স্নোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কে পলস্নী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন সীমিত পরিসরে এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে কিশোর-কিশোরী মেলা, উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের কিশোর-কিশোরী ক্লাবের জেলা সমন্বয়কারী খোকন চন্দ্র শীল, উপজেলা সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুর রহমান, প্রোগাম অফিসার রাবেয়া বিনতে খায়ের। এ সময় ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। জেলা সমন্বয়কারী খোকন চন্দ্র শীল জানান, উপকূলীয় অঞ্চলে পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের মেধা ও মননে উৎসাহ জোগাতে তাদের এ কর্মসূিচ চলমান থাকবে। ইতিপূর্বে জেলার বিভিন্ন উপজেলায় তাদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।