জৈনপুরী দরবার শরিফের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সম্প্রতি ঢাকার লালমাটিয়ায় জৈনপুরী খানকা (দরবার) শরিফে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক মনোরম পরিবেশে পীর সাহেব কেবলার দেশি-বিদেশি আত্মীয়-স্বজনের শুভাগমনে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পীর সাহেবের অস্ট্রেলিয়া প্রবাসী স্নেহের কন্যা হেড মুহাদ্দিস আলহাজ সাইয়েদা আয়শা মাহবুব (সুইটি), জ্যেষ্ঠপুত্র বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সিরাজ উদ্দৌলা, মেঝ ছেলে শিল্পপতি এস এম জিলস্নুর রহমান আজাদসহ বহু আওলাদ ও নাতি-নাতনি এবং পুতি-পুতনিও উপস্থিত ছিলেন। বিশেষ করে কানাডা প্রবাসী জামাতা মো. আশরাফকে পীর সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানান। সদ্য ওমরাহ হজ থেকে ফেরত জৈনপুরী পীর সাহেব উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দেস মুক্ত করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। আসুন! বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলিমরা সম্মিলিতভাবে ইসলামের চির দুশমন ইহুদিদের নির্মুলে ও তাবাহকরণে জিহাদের ডাক দিয়ে এগিয়ে যাই। নির্বিচারে নারী ও শিশু হত্যাকারী ইয়াহুদি হায়নাদের খপ্পর থেকে গাজার মুসলমানদের মুক্তিযুদ্ধে শরিক হয়ে অমর সাহাদাতের সুরা পান করে অথবা গাজী হয়ে জান্নাতি জীবন ধারণ করি। ফরিদপুরের মধুখালীতে যে দুই নির্দোষ শ্রমিককে হত্যা করা হয়েছে সেই হত্যাকারী খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি এবং মজলুম হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও সরকারকে জোর দাবি জানাচ্ছি। সংবাদ বিজ্ঞপ্তি