টাঙ্গাইলে পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়াও নোয়াখালী ও ফরিদপুরের চরভদ্রাসনে ৭ জনকে কারা-অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল শহরের বটতলা বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে নুরনবী নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৫ কেজি মাংস জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে ওই আদালত চালানো হয়।
এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হীরা মিয়া, ভেটেনারি সার্জন আবু সাইম আল সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণের দায়ে বাসের পাঁচ চালককে অর্থদন্ড দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অর্থদন্ড দেয়। এ সময় পৃথক পাঁচটি মামলা দিয়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইন এ রায় দেন। এ সময় নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানজির তারেক উপস্থিত ছিলেন।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ গ্রামের পদ্মা নদীর জলসীমানায় এ আদালত পরিচালনা করেন ইএনও মোহাম্মদ ফয়সল বিন করিম। সাজাপ্রাপ্তরা হলেন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বাইজোরা গ্রামের মো. খলিল (৩৫) ও একই উপজেলার বালিহারী গ্রামের আহসানুল ইসলাম (২৬)।