বাগেরহাটের ফকিরহাটে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেছে ইফাদ ইন্টারন্যাশানাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার পরিদর্শনকালে প্রকল্পের আওতায় তিনটি কৃষক গ্রম্নপের মধ্যে একটি পিকআপভ্যান, একটি পাওয়ার টিলার, একটি ভ্যান, সাতটি চার্জার স্প্রে মেশিন, পাঁচটি ওয়াটার পাম্প এবং একটি ওজন মেশিন বিতরণ করা হয়।
পরে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইফাদের মিশন লিডার ডন গ্রিনবার্গ। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সংকর কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন- এসএসিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডা. হামিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, এসএসিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, ইফাদের প্রোগ্রাম ম্যানেজার রিলা কার্ক, এসএসিপি বারি কম্পোনেন্ট করডিনেটর পরিমল চন্দ্র বিশ্বাস, ইফাদের প্রাইভেট সেক্টর ফারিয়া তাসিন প্রমুখ।