বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক কর্মকর্তাদের জাতীয় শুদ্ধাচার কৌশলের ওপর একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইনস্টিটিউটের সেমিনারকক্ষে উক্ত প্রশিক্ষণে বারি'র ৪০ জন বৈজ্ঞানিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বারি'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন- প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আবদুর রাজ্জাক।