শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
ভাসানটেকে গ্যাসের আগুন

একে একে চলে গেল ৫ জন

যাযাদি রিপোর্ট
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
একে একে চলে গেল ৫ জন

ঈদের পরদিন রাজধানীর ভাসানটেকে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জনের মধ্যে পঞ্চমজনের মৃতু্য হয়েছে। বুধবার দুপুর ২টায় ওই পরিবারের নয় বছর বয়সি সদস্য সুজনের (৯) মৃতু্য হয় বলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন। সুজনের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল, বলেন এই চিকিৎসক।

অগ্নিকান্ডের ওই ঘটনায় দগ্ধ সুজনের বাবা লিটন, মা সূর্য বানু, বোন লামিয়া ও নানি মেহেরুনন্নেছার মৃতু্য হয়েছে এর আগে।

পরিবারটির সবশেষ সদস্য সুজনের আরেক বোন লিজার চিকিৎসাধীন চলছে বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশংকাজনক।

গত ১২ এপ্রিল ভোরে ভাসানটেকের শ্যামল পলস্নীর একটি দুইতলা বাড়ির নিচতলার বাসায় মশার কয়েল ধরাতে গিয়ে আগুন লাগে।

গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে যাওয়ায় এই আগুনের ঘটনা ঘটে বলে সে সময় পুলিশ জানিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে