দুর্ধর্ষ চুরি
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার পৌরসভার ছোটরাউতা ডাঙ্গাপাড়া গ্রামে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ওই এলাকার মৃত মনছুর আলীর ছেলে আবুল হাসেমের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা বাড়ির সবাইকে চেতনা নাশক ওষুধ খাইয়ে ঘরের ভেতর রাখা সিন্ধুক থেকে নগদ ৫ লাখ ২৬ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণের গহনা, দুটি মোবাইল ফোন ও দুটি চার্জার লাইট নিয়ে যায়। এ ঘটনায় ডোমার থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছেন।
ভেড়া বিতরণ
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের সামনে ৫০ জন অসচ্ছল সুফল ভোগীর মাঝে ৩টি করে মোট ১৫০টি ভেড়া বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শামসুর রহমান সুমন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে গফরগাঁও হাসপাতালের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশীর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। ময়মনসিং জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সমন্বয় সভায় বক্তব্য রাখেন। বিশেষ অথিতি হিসেবে সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. অভিজিৎ লৌহ।
প্রতীক বরাদ্দ
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলায় মনোনয়নপত্র দাখিলকারী ২১জন প্রার্থীর মাধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নীলফামারী জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সকল সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
কর্মশালা অনুষ্ঠিত
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে মেনকেয়ার অ্যাপ্রোচ অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইসলামপুর উপজেলা কৃষি অফিস হলরুমে জেসমিন প্রকল্পের জেন্ডার ডিজেস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান রাসেলের সঞ্চালনায়। কর্মশালায় বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এএলএম রেজোয়ান, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুলস্নাহ আল ফয়সাল, ইসলামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান আকন্দ, মো. শামীম আল মামুন, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেবসহ আরও অনেকে।
খাল পুনঃখনন
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্পের আওতায় সাড়া বাগডুবরী স্স্নুইসগেট থেকে মোহাম্মদপুর পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার ভাবিচা ইউনিয়নের সাড়া-ব্রিজ সংলগ্ন এলাকায় পতকৈল মোহাম্মদপুর (পাবসস) লিমিটেডের ব্যবস্থাপনায় ও উপজেলা এলজিইডি কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস। এ সময় ছিলেন নওগাঁ এলজিডি কার্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল বারি, উপসহকারী শফিকুল আলম, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক প্রমুখ।
মাঠ দিবস
ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে চলতি বোরো মৌসুমে রোগ-বালাই সহিষ্ণু বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড হীরা ধানের বাম্পার ফলন হয়েছে। বুধবার সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড এর হাইব্রিড হীরা ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠানের তারা এসব কথা জানান। মাঠ দিবসে স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ও বাগেরহাট রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোর্শেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম হীরা ধানের সিনিয়র এজিএম কৃষিবিদ মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন- জাজিরা জোনের জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান, চিতলমারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার মন্ডল।
সভা অনুষ্ঠিত
ম বাগেরহাট প্রতিনিধি
উপকূলীয় শহরভিত্তিক জলবায়ু ঝুঁকিহ্রাস প্রকল্প (কোচ্যাপ) আওতায় পৌরসভার ওয়ার্ডভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিল প্যানেল মেয়র শেখ আবুল হাসান শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী ২ জুন বিশ্ব তাপ দিবস ও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সংবাদকর্মী আজাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা বিভাষ চন্দ্র রায় রাজনৈতিক নেতা রতন নন্দী।
সার ও বীজ বিতরণ
ম নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসের আয়োজনে আউশ মৌসুমে উফসী আউশ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা কর্মসূচির উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সার-বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। এ সময় ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোলস্না, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসান।
চিকিৎসাসেবা
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জে গত বুধবার সেবা ৯২ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুখময় সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। সংগঠনটির সভাপতি ডা. এমদাদ উলস্নাহ খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদম মো. আব্দুলস্নাহ আল মামুন। দিনব্যাপী আয়োজনে ময়মনসিংহের কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষুচিকিৎসক ও টেনিশিয়ান দ্বারা ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
পুরস্কার বিতরণ
ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
\হনওগাঁর রাণীনগরে কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অফিসার নাইস পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এ সময় আরও ছিলেন উপসহকারী পরিচালক (কর্মসূচি) মো. লিয়াকত আলী। বিচারক ছিলেন শিক্ষক উজ্জ্বল কুমার।
অবহিতকরণ কর্মশালা
ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুর ইসলাম মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র শওকত উসমান, মডেল থানার অফিসার ইনচার্জ মো. দাউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম ফকির, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, সাংবাদিক সারোয়ার হোসেন মাহীন।
পাটবীজ বিতরণ
ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু পৌর অডিটোরিয়ামে কৃষকদের মধ্যে বিতরণের উদ্বোধন করেন। বুধবার উক্ত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পাট অধিদপ্তর সোনাতলা অফিসের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু কুমার সাহা, সোনাতলা পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজল, প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখন, পৌরসভার ওয়ার্ড সুপারভাইজার বেলাল হোসেন।
আলোচনা সভা
ম কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইউপি: চেয়ারম্যান, ইউপি: সদস্য, ইউপি: সচিব, ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা, গ্রাম পুলিশ, উপজেলা সকল স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ পরিদর্শকগণের সঙ্গে জন্ম ও মৃতু্য নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এ সময় ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, থানার তদন্ত ওসি ওমর কাইয়ুম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, উদ্যোক্তা, গ্রাম পুলিশ ও সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণ কর্মসূচি
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বোদা উপজেলার পাথরাজ বাঁধ সেচ প্রকল্পের পরিচালন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা শীর্ষক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের উপপ্রধান সম্প্রসারণ কর্মকতার দপ্তর ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। মঙ্গলবার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান পানি ব্যবস্থাপক মাহফুজ আহমদ। পাউবো রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাউবোর প্রধান কৃষিতত্ত্ববিদ সুলতান আহাম্মেদ, পাউবো ঠাকুরগাঁওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকার।
কর্মশালা অনুষ্ঠিত
ম গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ সার্ক এগ্রিকালচার সেন্টার এর আয়োজনে 'সার্ক অঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজিস বিষয়ক' সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদশে কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারি'র মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ডক্টর মো. তারিকুল ইসলাম, পরিচালক সার্ক এগ্রিকালচার সেন্টার ডক্টর মো. হারুনুর রশীদ।
সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী
ম মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার কৃতী সন্তান প্রকেকৗশলী সুব্রত সরকার তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রীনগর উপজেলা স্বেচ্ছাবেসক লীগের পক্ষ থেকে তার নিজ বাড়ি উপজেলার কলেজ পাড়ায় গণসংবর্ধনা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিশাত শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী এম মাহাবুব উলস্নাহ কিসমত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টিটু চৌধুরী, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লিটন শেখ, পাটা ভোগ ইউপির চেয়ারম্যান হামিদুলস্নাহ খান মুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক ইসলাম ও মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধরাণ সম্পাদক শংকর দাস, সদস্য দিলীপ দাস, লিটন দাস, প্রদীপ দাস, প্রশান্ত দাস, কমল দাস, পঙ্কজ সরকার, সবুজ শেখ ও আশিক ইসলাম প্রমুখ।
সেবা সপ্তাহ
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
'প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির। এসময় ছিলেন পৌর মেয়র একরামুল হক, কৃষি অধিদপ্তর ব্রজহরি দাস, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধূ।