শাহরাস্তিতে অগ্নিকান্ডে ১৪ দোকান ভস্মীভূত

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকালে শাহরাস্তি পৌর শহরের ঠাকুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওইসময় বাজারের কোনো একটি দোকান থেকে বৈদু্যতিক শর্টসার্কিট কিংবা খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- আলী হোসেনের শাহরাস্তি কুটির শিল্প, আক্তার হামিদের মসলার দোকান, ইসমাইল হোসেনের বিসমিলস্নাহ আলুর স্টোর, সিরাজুল হক হাছানের আলুর স্টোর, বাচ্চু মিয়ার কাঁচামালের আড়ত, মোবারক হোসেনের কাঁচা মালের আড়ত, পরেশ সাহার মুদি দোকান, অনিল সাহার খাবার হোটেল, দেলোয়ার হোসেনের বিসমিলস্নাহ সুতার ঘর, আ. রউফের লন্ড্রি, জামাল হোসেনের কাঁচা মালের আড়ত, নুরুল ইসলামের মুদি মালের গোডাউন, রবিউল হোসেনের কাঁচা মালের গোডাউন ও কামরুল হোসেনের কাঁচা মালের দোকান। ফায়ার সার্ভিস লিডার মাহফুজুর রহমান জানান, 'আগুন নিয়ন্ত্রণে আসায় বাজারের অন্তত ৫ কোটি টাকার সম্পদ রক্ষা পেয়েছে।