তৃতীয় ধাপে আটঘরিয়া উপজেলা নির্বাচন ২৯ মে ভোট
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল বুধবার ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এ ধাপে পাবনার আটঘরিয়াসহ তিন উপজেলা এবং মোট ১১২ উপজেলায় ভোটগ্রহণ হবে ২৯ মে। তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, যাচাই-বাছাই ৫ মে, আপিলের সুযোগ ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩৪ মে এবং ভোটগ্রহণ ২৯ মে। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ না করার কথা ঘোষণা দিলেও বেশ কয়েকদিন আগে থেকে জামায়াতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়ালেও হঠাৎ করে তফসিল ঘোষণার দুই থেকে তিন দিন আগে থেকে জামাতের এই তিন প্রার্থীই নির্বাচন করবেন না বলে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, চাঁদভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল এবং গত নির্বাচনে আওয়ামী লীগের নৌকার পরাজিত প্রার্থী মোবারক হোসেনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। নির্বাচন হবে নির্দলীয়ভাবে।