সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ঝরল ৩ প্রাণ
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
বাগেরহাট, ময়মনসিংহের নান্দাইল ও মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ৩ প্রাণ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাট উপজেলার হাসপাতাল মোড়ে বালুবাহী ট্রলির চাপায় রাহেলা বেগম (৫৮) নামের একজন নারী নিহত হয়েছে। নিহত রাহেলা বেগম উপজেলার ভান্ডার খোলা গ্রামের মৃত আলী আকবর মোলস্নার স্ত্রী। তিনি বুধবার সকালে আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য একটি ভ্যানে উঠে হাসপাতাল মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বালু ভর্ত্তি একটি ট্রলি ভ্যানটিকে পেছন দিক থেকে চাপা দিয়ে স্থানীয় রোকন উদ্দিন পস্নাজার দোকানে ঢুকে পড়ে। এতে রাহেলা বেগম ও ভ্যান চালক আজাহার আলী (৪৫) মারাত্মক আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের দ্রম্নত মোলস্নাহাট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাহেলা বেগমকে মৃত ঘোষণা করেন এবং আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইলে দুই পথচারীকে চাপা দিয়ে দ্রম্নতগতির একটি ট্রাক পালিয়ে গেছে। এ ঘটনায় আহত দুইজনের মধ্যে হারুন অর রশিদ আকন্দ (৭০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্ডীপাশা নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হারুন অর রশিদ আকন্দ নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা আদর্শ পলস্নী মহলস্নার বাসিন্দা। তিনি উপজেলা হিসাব রক্ষণ অফিসের অবসরপ্রাপ্ত অডিটর ছিলেন। তার পিতার নাম মৃত হাবিবুলস্নাহ।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহত গোলাম রহমান শিকদার (৫৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার আরশেদ আলী শিকদারের ছেলে। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার এ তথ্য নিশ্চিত করেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা নামক স্থানে কুয়াকাটাগামী ইউনিক পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।