আহসান উলস্নাহ মাস্টারের মৃতু্যবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিসভা
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আগামী ৭ মে ভাওয়াল বীর মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ আহসান উলস্নাহ মাস্টার এমপির ২০তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে টঙ্গীতে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আজমত উলস্নাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউলস্নাহ মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওসমান আলী, সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, উপদেষ্টা কমিটির সদস্য কাজী মো. সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন প্রমুখ।