বাজিতপুরে অতিরিক্ত গরমে হাসপাতালে বাড়ছে রোগী
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাটি একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় একটি সরকারি হাসপাতাল রয়েছে। গত কিছুদিন ধরে অতিরিক্ত গরমে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার সরকারি হাসপাতালে ৯০ জন রোগী ছিল এবং মঙ্গলবার ৬৭ জন রোগী রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা যায়, সোমবার পুরুষ রোগীর সংখ্যা ২২ জন, মহিলা রোগীর সংখ্যা ২৫ জন, শিশু ১৩ জন। এর মধ্যে নিউমোনিয়ায় ১ জন ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ জন। হার্ট দুর্বলে বৃদ্ধসহ বিভিন্ন রোগীকে নেবুলাইজারের মাধ্যমে অক্সিজেন দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরেজমিন গিয়ে দেখা যায়, আন্ত ও বহির্বিভাগে রোগীর চাপ অনেক বেশি। তবে প্রতিদিন আগত ৪শ' থেকে ৫শ' রোগী বহির্বিভাগে সেবা নিয়ে থাকেন।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাছমিন বলেন, রোগীদের চাপ অনেক বেশি। তবে ওষুধের কোনো সংকট নেই।