সাবেক এমপিসহ ৩১ জনের নামে নাশকতা মামলার চার্জশিট
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
খুলনা অফিস
খুলনায় সাবেক সংসদ সদস্য ডা. গাজী আ. হকসহ ৩১ জনের বিরুদ্ধে তদন্ত শেষে নাশকতা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ফুলতলা থানার এইআই আসাদুজ্জামান ও এসআই হাসানুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল ফুলতলার জামিরা শাহাপুর সড়কের আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় একদল অজ্ঞাত দুষ্কৃতকারী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কের ওপর ককটেল ও বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করে। এ ঘটনায় ফুলতলা থানায় ১৭ জনের নাম উলেস্নখসহ আরও ৩০-৩৫ জনকে অজ্ঞতা আসামি দিয়ে নাশকতা মামলা দায়ের করে।
দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে প্রফেসর ডা. গাজী আ. হকসহ ৩১ জনের নাম উলেস্নখ করে অভিযোগপত্র দায়ের করা হয়।